...
Connect with us

খেলা

নতুন কোচের নাম ঘোষণা কলকাতার

Digital Darpan

Published

on

নতুন কোচের নাম ঘোষণা করল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হেড কোচের দায়িত্ব পেয়েছেন অভিষেক নায়ার। বৃহস্পতিবার কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি নিশ্চিত

অভিষেকের কোচ হওয়ার খবর জানিয়ে বেঙ্কি লিখেছেন, ‘২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অঙ্গ। মাঠের ভেতরে এবং বাইরে আমাদের ক্রিকেটারদের তৈরি হতে ও সাহায্য করে। ওর ক্রিকেটবোধ এবং প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রগতির বড় কারণ। আমাদের প্রধান কোচ হিসাবে ও দায়িত্ব নিচ্ছে, এটা ভেবে আমরা আনন্দিত। আশা করি কেকেআরকে পরের অধ্যায়ে নিয়ে যেতে ও সাহায্য করবে।’

চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কলকাতার তিন বছরের চুক্তি শেষ হয়েছে গেল মৌসুমেই। তারপর থেকে নতুন প্রধান কোচের খোঁজে ছিল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। সাবেক অধিনায়ক ইয়ন মরগ্যানসহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। তবে ঝুঁকি না নিয়ে অভিষেকের হাতেই দলের দায়িত্ব তুলে দিলো শাহরুখ খানের দল।

কয়েক দিন আগে অভিষেককে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এবং পরে গত মৌসুমের মাঝামাঝি সময় থেকে কেকেআরের অন্যতম সহকারী কোচ নায়ার। এ ছাড়া কেকেআরের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে। নাইটদের সাজঘরের কোনো কিছুই তার অজানা নয়। ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কও ভালো। সম্ভবত সে কারণেই প্রধান কোচ হিসেবে তাকে বেছে নিয়েছেন বেঙ্কি মাইসোররা।

গত মৌসুমে নারীদের প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন অভিষেক। এবার কেকেআরের দায়িত্ব পেয়ে কোচ হিসাবে নতুন ইনিংস শুরু করবেন তিনি। রোহিত শর্মা, লোকেশ রাহুলদের ব্যক্তিগত ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নায়ারের। তার হাত ধরেই উঠে এসেছেন রিঙ্কু সিংহ, হার্ষিত রানার মতো তরুণ ক্রিকেটার।

Continue Reading

খেলা

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

Published

on

আবারও বিতর্কে জড়ালেন নেইমার। ব্রাজিলের ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এই তারকা। রেফারি তাকে হলুদ কার্ড দেখালে প্রতিবাদ জানান তিনি। ম্যাচের শেষে অভিযোগ করেন, রেফারি তাকে হুমকি দিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন।

বার্সেলোনা-পিএসজির মতো বড় ক্লাবে খেলার পর এখন নেইমার খেলছেন ব্রাজিলের সান্তোসে। এই ক্লাব থেকেই উঠে এসেছিলেন তিনি। ফ্লামেঙ্গোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই ঘটনা ঘটে নেইমারের সঙ্গে। সেই ম্যাচে সান্তোস ২-৩ গোলে হেরেছে। অবনমনের সামনে রয়েছে নেইমারের ক্লাব।

ম্যাচের ৩৬ মিনিটের সময় রেফারির একটি সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারির সঙ্গে তর্কে জড়ান নেইমার। কিছুক্ষণ পরই রেফারি হলুদ কার্ড দেখান ব্রাজিলের এই ফুটবলারকে। নেমারকে প্রচণ্ড ক্ষুব্ধ দেখাচ্ছিল। তাকে শান্ত করেন দলের কোচ।

ম্যাচের পর নেইমার বলেন, ‘রেফারি খুবই খারাপ। সম্মান জানিয়েই বলছি, উনি খুব অহঙ্কারী। তিনি লকার রুমে গিয়ে সব সময়ে বলেন যে শুধু অধিনায়করাই কথা বলতে পারবে। যখন আমি দলের অধিনায়ক হিসেবে কথা বলতে চাই, তখন উনি পিছন ফিরে দৌড়াতে শুরু করেন।’

নেমার জানিয়েছেন, দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও রেফারি তার সঙ্গে কথা বলতে চাননি। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলতে যাওয়ার সময় হুমকি দিয়েছেন। এটা মেনে নেওয়া কঠিন। হুমকি দেওয়ার পর আমাকে হলুদ কার্ড দেখিয়েছেন।’

S

Continue Reading

খেলা

পাকিস্তানের ফাস্ট বোলারের বাসায় দুর্বৃত্তদের হামলা

Published

on

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। এমন সময়ে উদ্বেগ উৎকণ্ঠা পাকিস্তানের ড্রেসিংরুমে। দলটির তারকা ফাস্ট বোলার নাসিম শাহ পেয়েছে দুঃসংবাদ। তার বাসায় সন্ত্রাসীরা হামলা করেছে। তবে স্কোয়াড ছেড়ে যাননি তিনি।

লোয়ার দির জেলায় নাসিমের পারিবারিক বাসার গেটে গুলি করেছে অজ্ঞাতনামা বন্দুকধারীরা। এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

নাসিমের বাড়ির গেইট লক্ষ করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে।

সোমবার সকালের দিকে এই হামলার সময় নাসিমের পরিবারের কেউ বাসায় ছিলেন কি না জানা যায়নি।

দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, নাসিমের বাবা একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন ওই কর্মকর্তা।

ক্রিকইনফো জানিয়েছে, এই ঘটনা নাসিমের সিরিজ পরিকল্পনা কিংবা সূচিতে প্রভাব ফেলেনি। দলের সঙ্গেই আছেন ফাস্ট বোলার। পুরো সিরিজে অংশ নেবেন তিনি।

পাকিস্তান ও শ্রীলঙ্কা আজ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে। তারপর দুই দল জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দুটি স্কোয়াডে আছেন নাসিম।

S

Continue Reading

খেলা

গোপনে ক্যাম্প ন্যুতে ফিরলেন মেসি!

Published

on

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের মতো। যেন শেষ হইয়াও যেন হইলো না শেষ। কাতালান ক্লাবটির সঙ্গে তিলে তিলে গড়া সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন মহাতারকা এরই মধ্যে আরও দুটি ক্লাবে খেলেছেন। প্যারিসের ক্লাব পিএসজি ছেড়ে থিতু হয়েছেন আমেরিকান ইন্টার মায়ামিতে। তবুও এখনো যেন মহানায়কের ফেরার আশায় পথ চেয়ে বসে থাকে বার্সা সমর্থকরা।

বার্সা ছাড়ার পর বিগত দিনগুলোতে পুরনো ঢেরায় প্রত্যাবর্তন নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। মেসি নিজেও মনের কোনে লুকায়িত ইচ্ছার কথা চেপে রাখতে পারেননি। বার্সা প্রসঙ্গ আসলেই বলতেন, আবারও ফিরতে চান পুরনো ঠিকানায়। হোক সেটি খেলোয়াড় কিংবা অন্য কোনো ভূমিকায়।

কদিন আগে বার্সেলোর ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের সংস্কার কাজ মোটামুটি শেষ হয়েছে। ২০২১ সালে বার্সা ছাড়ার পর আর ওই স্টেডিয়ামে আর পা পড়েনি মেসির। এরই মধ্যে ক্যাম্প ন্যু সেজেছে নতুন রূপে। ম্যাচ আয়োজনের জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। এরই মধ্যে সম্প্রতি গোপনে ক্যাম্প ন্যু ঘুরে গিয়েছেন ইন্টার মায়ামি তারকা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন, যা নতুন করে উচ্ছ্বসিত করেছে কাতালান সমর্থকদেরও।

মেসি লিখেছেন, ‘গত রাতে এমন এক জায়গায় ফিরেছিলাম, যা হৃদয় দিয়ে মিস করি। সেখানে আমি খুব খুশি ছিলাম, সেখানে থাকার সময় আপনারা আমাকে ভাবতে শিখিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি আমি। আশা করি, একদিন এখানে ফিরতে পারবো। শুধু বিদায় জানাতে নয়, যেভাবে বিদায় জানাতে পারিনি…।’ বার্তার সঙ্গে দিয়েছেন নতুন করে সাজানো স্টেডিয়ামের ভেতর-বাহিরের কিছু ছবি ও ভিডিও।

প্রসঙ্গত, ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করেছিলেন মেসি। চোখ ভেজানো সেই বিদায়ের পর যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে। নেইমার ও এমবাপের সঙ্গে বেশ কিছু শিরোপা জিতলেও পরিবার নিয়ে ফ্রান্সে মানিয়ে নিতে পারেননি তিনি। অবশেষে ২০২৩ সালে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পরও থেমে নেই মেসির সাফল্যের ধারা। ইন্টার মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড। এ নিয়ে তাঁর ঝুলিতে এখন ৪৬টি বড় শিরোপা—ফুটবল ইতিহাসে সর্বাধিক। এ ছাড়া অষ্টম ব্যালন ডি’অর জিতে আরও একবার ইতিহাস গড়েছেন তিনি।

তবু ক্যাম্প ন্যু নিয়ে তার টান এখনো অটুট। স্টেডিয়াম সংস্কারের কাজ দেখতে গিয়ে স্মৃতিমাখা ঘাসে হেঁটে বেড়ানো মেসিকে দেখে ভেসে গেছে কাতালান সমর্থকদের মন। গুঞ্জন উঠেছে, হয়তো একদিন প্রশাসনিক বা অন্য কোনো ভূমিকায় ফিরবেন ক্লাবটিতে। ইন্টার মায়ামির প্রেসিডেন্ট হোর্হে মাস অবশ্য আরও আশাবাদী। তিনি বলেছেন, ‘মেসি যেভাবে নিজের ক্লাবকে বিদায় জানাতে চেয়েছিলেন, সেভাবে পারেননি। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আগামী বছরগুলোতে তাকে সেই সুযোগ করে দেব। ইন্টার মায়ামি বার্সেলোনায় কোনো না কোনোভাবে একটি ম্যাচ আয়োজন করবে।’

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাও জানিয়েছেন, ক্যাম্প ন্যুর সংস্কার শেষে উদ্বোধনী অনুষ্ঠানে মেসির জন্য থাকবে বিশেষ সম্মাননা ম্যাচ। তার ভাষায়, ‘আমরা চাই, বার্সেলোনায় মেসিকে তার প্রাপ্য শ্রদ্ধা জানানো হোক।’ তবে প্রতিযোগিতামূলক ম্যাচে মেসির আর বার্সার জার্সি গায়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই। ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি, যা তাকে নিয়ে যাবে ৪০ বছর বয়সের ওপারে।

S

Continue Reading
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.