Connect with us

বিনোদন

শাকিবের সিনেমার নায়িকা হতে যে শর্ত দিলেন মিষ্টি জান্নাত

Digital Darpan

Published

on

মেগাস্টার শাকিব খানের সঙ্গে দুই নায়িকার সিনেমায় কাজ না করার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। জানিয়েছেন, যে সিনেমায় দুই বা তার বেশি সংখ্যক নায়িকা থাকবে, সেই সিনেমায় তিনি অভিনয় করতে আগ্রহী নন।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের গুঞ্জন যেহেতু উঠেছে, তাই কিছু একটা অবশ্যই দর্শকদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি শর্ত জুড়ে দেন যে, তিনি কোনোভাবেই একাধিক নায়িকা নিয়ে নির্মিত সিনেমায় কাজ করবেন না।

মিষ্টি জান্নাত বলেন, ‘আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করবো না, এটা শাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি। আমি সলো হইলে ওর সাথে কাজ করবো। কারণ আমার ওই যে লাইক… দুই নায়িকা, এক নায়িকা ও রকম ছবি আমি করতে চাই না। আর গুঞ্জন যেহেতু উঠেছে সেহেতু তো অবশ্যই দেখতে পাবেন।’

এই চিত্রনায়িকা বলেন, ‘আমি কোনো দুই নায়িকার ছবি আমি করতে চাই না। এটা আমি বরাবরই না করেছি। অনেক ছবি আমি ক্যানসেল করেছি, আমার পছন্দ না। কারণ এখানে আসলে ঝামেলা হয়। আর অফকোর্স সুপারস্টার, ওনার সাথে তো আমি অবশ্যই দুই নায়িকার সাথে ছবি করব না। এটা মানুষ খারাপ বলুক, ভালো বলুক, তাদের ব্যাপার। বাট আমি করব না। এটা শাকিবকে আমিও না করেছি। আই অ্যাম সো সরি অ্যাবাউট দিস।’

গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি তো কখনও বলিনি যে ধামাকা মানেই শাকিব খান আসবে। আপনারা বানিয়েছেন। ধামাকা মানে যে শাকিব খানের সাথে আমার সিনেমা আসবে, এরকম তো বিষয় না।’

তবে, কাজের ক্ষেত্রে তিনি যে কোনো প্রযোজকের কাছে অনুরোধ করে সুযোগ নিতে চান না, সে বিষয়টিও স্পষ্ট করেন। বলেন, ‘আমি রিকোয়েস্ট করে কোনো ছবি আমি করব, ওই লেভেলে আসলে আমি যাই নাই। আমার এতটুকু সেলফ রেসপেক্ট নিজের আছে। আর রিকোয়েস্ট করে আমি ঢোকার মতো ইনশাআল্লাহ ওই দূরে আমি যাই নাই। কারণ আপনারা জানেন আমি শখে সিনেমা করি। এটা আমার টোটাল প্রফেশন না।’

S

বিনোদন

তোমায় পেয়ে আমরা আনন্দে আত্মহারা : অমিতাভ

Published

on

কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন তার নাতনি আরাধ্যা বচ্চনের জন্মদিনে তার জন্য হৃদয় ছুঁয়ে যাওয়া এক শুভেচ্ছাবার্তা দিয়েছেন। নাতনিকে নিয়ে আনন্দের মাঝেও তিনি সাম্প্রতিক সময়ে হারিয়ে যাওয়া বন্ধুদেরও গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন।

আরাধ্যার জন্মদিনে নিজের ব্লগে একটি আবেগঘন পোস্ট করেছেন অমিতাভ। তিনি লিখেছেন, ‘ছোট্ট আরাধ্যার জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমাদের সকলের ভিতরের শিশুটি সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে, আর ঠিক সে কারণেই তোমায় পেয়ে আমরা আনন্দে আত্মহারা।’

জন্মদিনের খুশির মাঝেই সিনিয়র বচ্চন তার পোস্টে কিছুটা বিষাদের সুরও ফুটিয়ে তুলেছেন। তিনি স্মরণ করেছেন প্রয়াত বন্ধুদের। অমিতাভ লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে একের পর এক হারানোর যন্ত্রণা অপরিসীম। যা ঘটেছে তাতে আমি ভীষণই যন্ত্রণায় রয়েছি। কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। এটাই অবশ্য জীবনের নিয়ম।’

তার কথায়, ‘আমরা বেঁচে থাকি, অভিজ্ঞতা অর্জন করি এবং জীবনের নানা বাধা অতিক্রম করি। এটাই আমার বিশ্বাস।’

সম্প্রতি অভিনেত্রী কামিনী কৌশলের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত হয়েছেন অমিতাভ। কামিনী কেবল তার সহ-অভিনেত্রীই ছিলেন না, বরং ছিলেন দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। এই দুই গুণী শিল্পী একাধিক জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজও করেছেন।

S

Continue Reading

বিনোদন

‘মিথিলাকে টেনে নামালে আমরা কেউই উপরে উঠি না’

Published

on

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৈশ্বিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে প্রস্তুতি নিচ্ছেন যখন, ঠিক তখনই পুরোনো একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি পুরোনো সেই বিতর্কিত ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে লাইভে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত। লাইভে এসে মিথিলা স্বীকার করেন যে, ঘটনাটি প্রায় সাত থেকে আট বছর পুরোনো। সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

এবার বিতর্ক আর সমালোচনার মুখে বন্ধু মিথিলার পাশে শক্তভাবে দাঁড়ালেন অভিনেত্রী সামিরা খান মাহি। মিথিলাকে টেনে নামানোর এই প্রবণতাকে সমালোচনা করে তিনি এক ভিডিও বার্তা শেয়ার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লেখেন, ‘যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তাকে ছোট করলে দেশটাই ছোট হয়।’

মিথিলাকে সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, ‘তানজিয়া জামান মিথিলাকে টেনে নামালে আমরা কেউই উপরে উঠি না। দেশকে ভালোবেসে যে লড়ে, তাকে সমর্থন করাই আমাদের শক্তি।’

S

Continue Reading

বিনোদন

ঢাকায় রিকশা চালালেন আহাদ রেজা

Published

on

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর বর্তমানে অবস্থান করছেন ঢাকায়। গত শুক্রবার (১২ নভেম্বর) একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তিনি পা রাখেন বাংলাদেশের রাজধানীতে। আর ঢাকায় নেমেই এই অভিনেতা যেন পুরোদস্তুর মেতে উঠেছেন শহরের আমেজে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের উষ্ণ অভ্যর্থনা শেষে ফুল দিয়ে তাকে বরণ করে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম থেকেই বেশ হাসিখুশি দেখা গেছে এই তারকাকে।

তবে শুধু অনুষ্ঠানে যোগ দিয়েই ক্ষান্ত হননি আহাদ। নিজের ঢাকা ভ্রমণের একগুচ্ছ ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা ইতোমধ্যেই নজর কেড়েছে তার অগণিত ভক্ত-অনুরাগীর।

আহাদের শেয়ার করা ছবি-ভিডিওতে দেখা যায়, তিনি পার্কের মাঝে একটি রিকশা চালকের আসনে বসে প্যাডেলে পা রেখেছেন! ঢাকাই সংস্কৃতি আর ঐতিহ্যের এই বাহনটি নিজ হাতে চালানোর অভিজ্ঞতা নিতে পেরে আহাদ রাজা মীর বেশ উচ্ছ্বসিত।

শুধু রিকশা চালানোই নয়, ঢাকার ঐতিহ্যবাহী ফুচকাও চেখে দেখেছেন এই অভিনেতা। রিকশা চালানো এবং ফুচকা খাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।আহাদ রাজা মীরকে এমন ভিন্ন মেজাজে দেখে ভক্ত-অনুরাগীরাও কমেন্ট বক্সে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

একজন ভক্ত রিকশা চালাতে দেখে মজা করে লিখেছেন, ‘সর্বদা এবং চিরকালের জন্য পছন্দের রিক্সাওয়ালা।’ আরেকজন তার বাংলা উচ্চারণের প্রশংসা করে লিখেছেন, ‘আপনার বাংলা উচ্চারণ খুবই সুন্দর ছিল, আমার স্বীকার করতেই হবে, আমার পছন্দের মানুষটি বহুমুখী প্রতিভার অধিকারী।’

S

Continue Reading