Connect with us

বগুড়া

শেরপুর খানপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

Digital Darpan

Published

on

বগুড়ার শেরপুর খানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড খানপুর ভাটরা ঈদগাহ মাঠে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ২১ অক্টাম্বর ) বাদ মাগরিব উক্ত ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ মহিবুল হক এর সঞ্চালনায় ও ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব মোঃ আব্দুল খালেক ফকির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের আমীর, শেরপুর ধুনট নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ দবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুল হালিম,উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, প্রচার সেক্রেটারি মোঃ ইফতেখার আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি হাফেজ মোঃ গোলাম সারওয়ার, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো: শাহাদত হোসেন, ওয়ার্ড সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক প্রমুখ।

উক্ত সমাবেশে অত্র এলাকার প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

S

Continue Reading

বগুড়া

সুঘাটে ঊষার বার্ষিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

Published

on

বগুড়া জেলার শেরপুর ও ধুনট উপজেলার পাঁচটি কেন্দ্রে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ফর ওয়েলফেয়ার – ঊষা (USAW) আয়োজিত বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী পরীক্ষা সম্পন্ন হয়। পুরো পরীক্ষাজুড়ে নকলমুক্ত পরিবেশ, ডিজিটাল অ্যাডমিট, সঠিক সিট ব্যবস্থাপনা এবং প্রশ্নপত্র–উত্তরপত্রের নিরাপদ হ্যান্ডলিং নিশ্চিত করা হয়।

এ বছর প্রথমবারের মতো পাঁচটি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্রগুলো হলো—জয়লা-জুয়ান ডিগ্রি কলেজ; কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কল্যাণী উচ্চ বিদ্যালয়; ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলজোড় উচ্চ বিদ্যালয়; সূত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; এবং ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. জাহাঙ্গীর আলম (পরীক্ষা নিয়ন্ত্রক)। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন মো. আল আমিন হোসেন, মো. সবুজ হোসেন, মো. মোহাব্বত খান এবং মো. সুমন বিশ্বাস।

পরীক্ষা শেষে উত্তরপত্র সংগ্রহ করে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। মূল্যায়ন শেষ হলে ফলাফল প্রকাশের তারিখ জানানো হবে বলে আয়োজক কমিটি জানায়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা যাচাই, গ্রামীণ শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক প্রস্তুতি বৃদ্ধি এবং বৃত্তির আওতা বিস্তারের লক্ষ্য সামনে রেখে ঊষা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয় এবং প্রতি বছরই তা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

মো. সুমন বিশ্বাসের বক্তব্য (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, ঊষা):

“গ্রামের শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত ও নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সত্যিই বড় চ্যালেঞ্জ। তারপরও আমরা চেষ্টা করেছি পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ এবং শিক্ষার্থী-বান্ধব রাখতে। বিশেষ করে যেসব শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবক দিনভর সহযোগিতা করেছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা। এ পরীক্ষার অভিজ্ঞতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতেও তাদের জন্য আরও সুযোগ তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি।”

Continue Reading

বগুড়া

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

Published

on

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মূল ফটকের নামফলক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার রবিউল ইসলাম।
তিনি জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা ব্যাংকে আগুন দেয়। কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে আমাদের জানান। তবে আগুন কিছুক্ষণের মধ্যে নিভে যাওয়ায় তা ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়েনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কে বা কারা আগুন দিয়েছে তা কেউ দেখেনি। এ ঘটনায় তদন্ত চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Continue Reading

বগুড়া

বিএনপি নেতা বাদশা কে দেখতে শহর জামায়াত নেতৃবৃন্দ

Published

on

বগুড়া জেলা বিএনপির সভাপতি মো: রেজাউল করিম বাদশা ও দৈনিক বগুড়ার সম্পাদক ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

এ সময় তার সাথে ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন সহ জামায়াত নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ রেজাউল করিম বাদশার চিকিৎসার খোঁজ খবর নেন ও রোগ মুক্তি কামনা করে মহান আল্লাহর রহমত কামনা করেন। অপরদিকে, রেজাউল করিম বাদশার রোগ মুক্তি কামনা করেছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।

S

Continue Reading