Connect with us

বগুড়া

ছোটবেলা থেকেই খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েছি

Digital Darpan

Published

on

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উৎসবমুখর পরিবেশে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে বরণ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মীর স্নিগ্ধকে স্বাগত জানাতে রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় শিবগঞ্জের মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র–জনতা সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

সমাবেশস্থলে পৌঁছালে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে হাজারো তরুণ-যুবক স্নিগ্ধকে বরণ করে নেন। পাঁচ শতাধিক মোটরসাইকেলের বহর ও বিএনপি সমর্থিত জনতার উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম।

সমাবেশে মীর স্নিগ্ধ বলেন, পুণ্যভূমি শিবগঞ্জের মহাস্থান থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। খুন ও দমন পীড়নের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে। আমার ভাইসহ হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি।

তিনি অভিযোগ করে বলেন, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি। ছোটবেলা থেকেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েছি। সেই আদর্শেই আজ বিএনপিতে যোগ দিয়েছি।

মীর স্নিগ্ধ বলেন, ভাইয়ের মৃত্যুর পর সরকার পক্ষ থেকে ব্ল্যাংক চেকের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছি। আমরা কোনোদিন অন্যায়ের সাথে আপস করিনি, করবও না। দেশে খুন ও দমননীতির দায়ে দায়ীদের বিচার একদিন হবেই।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জুলাইযোদ্ধাসহ সারা দেশের তরুণ-যুবকদের ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা হবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপি জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধের বিএনপিতে যোগদান সেই শক্তিকে আরও দৃঢ় করেছে।

S

বগুড়া

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

Published

on

বগুড়ার শাজাহানপুরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

এর আগে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার খৈলশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, খৈলশাকান্দি গ্রামের ওই বাড়িতে শাহাদাৎ হোসেন-সাদিয়া দম্পত্তি দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

Continue Reading

বগুড়া

সুঘাটে ঊষার বার্ষিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

Published

on

বগুড়া জেলার শেরপুর ও ধুনট উপজেলার পাঁচটি কেন্দ্রে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ফর ওয়েলফেয়ার – ঊষা (USAW) আয়োজিত বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী পরীক্ষা সম্পন্ন হয়। পুরো পরীক্ষাজুড়ে নকলমুক্ত পরিবেশ, ডিজিটাল অ্যাডমিট, সঠিক সিট ব্যবস্থাপনা এবং প্রশ্নপত্র–উত্তরপত্রের নিরাপদ হ্যান্ডলিং নিশ্চিত করা হয়।

এ বছর প্রথমবারের মতো পাঁচটি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্রগুলো হলো—জয়লা-জুয়ান ডিগ্রি কলেজ; কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কল্যাণী উচ্চ বিদ্যালয়; ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলজোড় উচ্চ বিদ্যালয়; সূত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; এবং ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. জাহাঙ্গীর আলম (পরীক্ষা নিয়ন্ত্রক)। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন মো. আল আমিন হোসেন, মো. সবুজ হোসেন, মো. মোহাব্বত খান এবং মো. সুমন বিশ্বাস।

পরীক্ষা শেষে উত্তরপত্র সংগ্রহ করে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। মূল্যায়ন শেষ হলে ফলাফল প্রকাশের তারিখ জানানো হবে বলে আয়োজক কমিটি জানায়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা যাচাই, গ্রামীণ শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক প্রস্তুতি বৃদ্ধি এবং বৃত্তির আওতা বিস্তারের লক্ষ্য সামনে রেখে ঊষা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয় এবং প্রতি বছরই তা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

মো. সুমন বিশ্বাসের বক্তব্য (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, ঊষা):

“গ্রামের শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত ও নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সত্যিই বড় চ্যালেঞ্জ। তারপরও আমরা চেষ্টা করেছি পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ এবং শিক্ষার্থী-বান্ধব রাখতে। বিশেষ করে যেসব শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবক দিনভর সহযোগিতা করেছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা। এ পরীক্ষার অভিজ্ঞতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতেও তাদের জন্য আরও সুযোগ তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি।”

Continue Reading

বগুড়া

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

Published

on

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মূল ফটকের নামফলক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার রবিউল ইসলাম।
তিনি জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা ব্যাংকে আগুন দেয়। কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে আমাদের জানান। তবে আগুন কিছুক্ষণের মধ্যে নিভে যাওয়ায় তা ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়েনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কে বা কারা আগুন দিয়েছে তা কেউ দেখেনি। এ ঘটনায় তদন্ত চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Continue Reading