বগুড়া জেলার শেরপুর ও ধুনট উপজেলার পাঁচটি কেন্দ্রে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ফর ওয়েলফেয়ার – ঊষা (USAW) আয়োজিত বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী পরীক্ষা সম্পন্ন হয়। পুরো পরীক্ষাজুড়ে নকলমুক্ত পরিবেশ, ডিজিটাল অ্যাডমিট, সঠিক সিট ব্যবস্থাপনা এবং প্রশ্নপত্র–উত্তরপত্রের নিরাপদ হ্যান্ডলিং নিশ্চিত করা হয়।
এ বছর প্রথমবারের মতো পাঁচটি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্রগুলো হলো—জয়লা-জুয়ান ডিগ্রি কলেজ; কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কল্যাণী উচ্চ বিদ্যালয়; ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলজোড় উচ্চ বিদ্যালয়; সূত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; এবং ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. জাহাঙ্গীর আলম (পরীক্ষা নিয়ন্ত্রক)। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন মো. আল আমিন হোসেন, মো. সবুজ হোসেন, মো. মোহাব্বত খান এবং মো. সুমন বিশ্বাস।
পরীক্ষা শেষে উত্তরপত্র সংগ্রহ করে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। মূল্যায়ন শেষ হলে ফলাফল প্রকাশের তারিখ জানানো হবে বলে আয়োজক কমিটি জানায়।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা যাচাই, গ্রামীণ শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক প্রস্তুতি বৃদ্ধি এবং বৃত্তির আওতা বিস্তারের লক্ষ্য সামনে রেখে ঊষা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয় এবং প্রতি বছরই তা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।
মো. সুমন বিশ্বাসের বক্তব্য (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, ঊষা):
“গ্রামের শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত ও নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সত্যিই বড় চ্যালেঞ্জ। তারপরও আমরা চেষ্টা করেছি পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ এবং শিক্ষার্থী-বান্ধব রাখতে। বিশেষ করে যেসব শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবক দিনভর সহযোগিতা করেছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা। এ পরীক্ষার অভিজ্ঞতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতেও তাদের জন্য আরও সুযোগ তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি।”