Connect with us

জাতীয়

সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও সড়ক ছাড়ছেন না শিক্ষকরা

Digital Darpan

Published

on

সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও সড়ক ছাড়ছেন না বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন অনেকে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। তবে হাইকোর্টের মাজার গেটের কাছে আসতেই তাদের আটকে দেয় পুলিশ। এরপর এখানেই অবস্থান নেন তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দাবি পূরণে এখনও অনড় শিক্ষকরা। ফলে দুই পাশের সড়ক বন্ধ থাকায় বিঘ্ন দেখা দিয়েছে যান চলাচলে। একইসঙ্গে দোয়েল চত্বর থেকে সড়ক অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন পথচারী-চাকরিজীবীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হয়। তাদেরই একজন মো. কাউসার। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক। ‌‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে আজই ঢাকায় আসেন।

প্রভাষক কাউসার বলেন, গত তিনদিন ধরে আমাদের কর্মবিরতি চলছে। এ কর্মসূচি বাস্তবায়নে আমরা শিক্ষকরা ধাপে ধাপে আসছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এভাবেই অবস্থান করবো। শুধু ঢাকায় নয়, আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেছি। তবে শিক্ষক নেতারা সরতে না বললে আমরা এখানেই থাকবো। দাবি আদায় না হলে বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ।

নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নিয়োগ হয় সরকারিভাবে। নিয়োগ প্রক্রিয়াও একই নিয়মে হয়। তিনটি ধাপ পার করে আমরা শিক্ষক হই। এনটিআরসির মাধ্যমে সবকিছু হলেও আমরা বহু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এর মধ্যে অন্যতম হলো বদলি। অর্থাৎ আমাদেরই একজন শিক্ষকের বাড়ি টাঙ্গাইলে আবার আরেকজনের নারায়ণগঞ্জে। এখানে তাদের থাকার জন্য কোনো ব্যবস্থা নেই। বাসা ভাড়া নিয়েই তাদের থাকতে হচ্ছে। অথচ বাসা ভাড়া বাবদ আমরা সর্বসাকুল্যে এক হাজার টাকা পাই, যা এ সময়ে কিছুই হয় না। তাই বাসা ভাড়াসহ তিন দাবিতে আমাদের এ অবস্থান।

ঢাকার বাইরে থেকে আসা তোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন শিক্ষক জানান, নিজ বাড়ি বা বাসা থেকে বেরিয়েই প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস নিতে পারছেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের সুযোগ-সুবিধাও অনেক বেশি। কিন্তু বেসরকারি শিক্ষকদের যেন কোনো মূল্যই নেই। বেসরকারি মাধ্যমিক থেকে শুরু করে ওপরের স্তরের সহকারী শিক্ষক, প্রভাষক কিংবা অধ্যাপকদের খুব কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। কারণ তাদের বাড়ি এক জেলায় হলে কর্মস্থল হয় অন্যত্র। তাই এ বৈষম্য দূর করতে হবে।

যশোর থেকে আসা শিক্ষক নাজমুল হক তুহিন বলেন, বর্তমান ঊর্ধ্বগতির বাজারে একজন মানুষ কীভাবে এক হাজার টাকায় বাড়ি ভাড়া দিয়ে থাকেন। আগে ৫০০ টাকা ছিল। কিন্তু কিছুদিন হলো তা বাড়িয়ে হাজার করেছে। তবে চিকিৎসা ভাতা এখনও ৫০০ টাকা রয়ে গেছে। এ টাকা দিয়ে কোনোভাবেই চিকিৎসা নেওয়া যাবে না। তাই আমরা সামান্য কিছু বাড়ানোর দাবি জানিয়েছি সরকারের কাছে। অর্থাৎ আমাদের মৌলিক দাবি তিনটা। প্রথমত মূল বেতনের ২০ শতাংশ বাসা ভাড়া। দ্বিতীয়ত চিকিৎসাভাতা ১৫০০ টাকা ও তৃতীয়ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের উৎসবভাতা ৭৫ শতাংশ।

শিক্ষক নেতারা জানান, আমাদের এসব দাবি মেনে নিয়ে আজকের মধ্যেই প্রজ্ঞাপন দিতে হবে। নয়তো আগামীকাল থেকে জাতীয়করণের জন্য একদফা এক দাবিতে রূপান্তরিত হবে। এরই মধ্যে দেশের ৮০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তবে দাবি না মানলে আগামীকাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে।

রাত পৌনে ৮টা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, আমরা দফায় দফায় শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদের বুঝিয়ে সড়ক ছাড়ার জন্য বলা হয়েছে। তবে তারা এখনও অবস্থান করছেন। আশা করছি কিছুক্ষণের মধ্যেই তারা ফিরে যাবেন।

S

জাতীয়

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা

Published

on

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন নির্বাচন কমিশন দ্বারা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনহুইসে সাক্ষাতে এলে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকালে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনাসহ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্পর্কেও মতবিনিময় করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস বলেন, আসন্ন নির্বাচনে রেকর্ডসংখ্যক তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন, কারণ তারা অতীত স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোট দিতে পারেননি। এটি আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। যে তরুণরা ঢাকা ও অন্যান্য শহরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আর আঁকিবুঁকি এঁকে আন্দোলনে অংশ নিয়েছিল, তারা এখন ভোটকেন্দ্রে আসবে।

বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করে ডাচ উপমন্ত্রী বলেন, মাত্র কয়েক মাস সময় হাতে থাকা সত্ত্বেও চমৎকার প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশের সদ্যপ্রণীত শ্রম আইনকে সাধুবাদ জানিয়ে প্যাসকেল গ্রোটেনহুইসে বলেন, এ সংস্কারগুলো নেদারল্যান্ডসসহ ইউরোপের আরও বেশি বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে। চলতি মাসের শুরুতে মন্ত্রিসভায় অনুমোদনের পর সোমবার (১৭ নভেম্বর) আইনে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি।

তিনি আরও জানান, নেদারল্যান্ডস বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করার পরিকল্পনা করছে। দ্রুতই এটি স্বাক্ষর হবে বলে তিনি আশা প্রকাশ করেন, যা বাংলাদেশের প্রতি ডাচ বিনিয়োগ আরও বাড়াতে সহায়ক হবে।

তিনি বলেন, ‘গত ৫০ বছর ধরে বাংলাদেশ ও নেদারল্যান্ডস উন্নয়ন সহযোগী ছিল। এখন আমরা এ সম্পর্ককে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে একটি সমতাপূর্ণ অংশীদারত্বে রূপান্তরিত করতে চাই।’

ডাচ উপমন্ত্রী আরও বলেন, এতদিন যেসব ডাচ কোম্পানি বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ করতো, তারা এখন বাংলাদেশে বিনিয়োগ করতে ও কার্যকর অংশীদার হতে আগ্রহী।

S

Continue Reading

জাতীয়

পোস্টাল ভোট অ্যাপ গণতন্ত্রের ইতিহাসে অনন্য সংযোজন : সিইসি

Published

on

দীর্ঘদিনের দাবি পূরণ করে প্রবাসীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে দিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উন্মোচন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অ্যাপটিকে তিনি ‘গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন, ‘এটি বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করল।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, গণতন্ত্রের ইতিহাসে এই অ্যাপ উন্মোচন একটি অনন্য সংযোজন। আজকের এই উদ্যোগ প্রবাসীদের ভোট না দেওয়ার বঞ্চনার অবসান ঘটিয়েছে। গণতন্ত্রে তাদের অংশগ্রহণ অপরিহার্য।

সিইসি এই উদ্যোগকে ‘দুঃসাহসই’ বলে উল্লেখ করে জানান, নির্বাচন কমিশন (ইসি) মাত্র তিন মাসের মধ্যে এই কঠিন কাজটি সম্পন্ন করেছে। তিনি অ্যাপের পদ্ধতি সম্পর্কে বলেন, ‘এটি হাইব্রিড সমাধান। রেজিস্ট্রেশন অনলাইন এবং ভোটদান প্রক্রিয়া ম্যানুয়াল।’

তিনি উল্লেখ করেন, এই পোস্টাল ভোট অ্যাপ ১৫০-এর বেশি দেশ অন্তর্ভুক্ত করবে। এছাড়াও, দেশের অভ্যন্তরেও যাতে কোনো নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে পোস্টাল ভোট কাভার করার ব্যবস্থা রাখা হয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ বৈশ্বিক গণতন্ত্রের দুয়ার খুলে দিচ্ছে।

যদিও এই অ্যাপ উন্মোচন একটি মাইলফলক, সিইসি এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের কথাও স্বীকার করেছেন। তিনি বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এই অ্যাপে। এই ঝুঁকিটা রয়ে গেছে।

অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা তৈরি এবং মানুষের আস্থা অর্জনকে তিনি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। সিইসি বলেন, সচেতনতা ও আস্থা তৈরি এক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। অ্যাপ ব্যবহারের সময় অনেক ত্রুটি পেতে পারেন। সেই ব্যাপারে আমাদের পরামর্শ দেবেন। অ্যাপটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সবার সহযোগিতা দরকার।

S

Continue Reading

জাতীয়

হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে আজ-কালের মধ্যেই চিঠি যাবে

Published

on

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দেওয়া হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দেওয়া হবে। আজ রাতে বা কাল সকালে এই চিঠি যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠির জবাব আসেনি। তবে এখন তো পরিস্থিতি আরেকরকম। এখন শাস্তি দেওয়া হয়েছে। তাদের (ভারত) সঙ্গে আমাদের চুক্তিও আছে। তাকে ফেরত আনতে অফিসিয়ালি আমরা চিঠি দেব।

বন্দি বিনিময় চুক্তিতে কোনো ফাঁক আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইনি ফাঁক আছে কি না, আমি বলতে পারব না, এটা আইন বিশেষজ্ঞরা বলবেন। যারা আইন নিয়ে কাজ করেন, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন।

হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর প্রক্রিয়া কী হবে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখানে তাদের মিশনে দেওয়া হতে পারে। আবার ভারতে আমাদের মিশন থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে।

নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে হাসিনাকে ফেরত চাইবেন কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা তার বিষয়। তিনি চাইলে বিষয়টি উঠাতে পারেন। আমি এ নিয়ে বলতে চাই না।

হাসিনাকে ফেরত না দিলে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেটা তখন দেখা যাবে। এটা নিয়ে অনুমান নির্ভর কিছু বলা ঠিক হবে না।

S

Continue Reading