Connect with us

বিনোদন

খালাতো ভাইকে বিয়ে, স্বীকার করে যা বললেন পরীমণি

Digital Darpan

Published

on

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রায়শই খবরের শিরোনাম হন। অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলে ব্যাপক আলোচনা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের প্রেম ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেন তিনি। অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমণির কাছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন।

সঞ্চালকের করা ‘এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?’ এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না।’ এরপর কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘জানি না।’ আরও বলেন, ‘শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

পরীমণি কতবার বিয়ে করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একবার।’ সঞ্চালক তখন শরীফুল রাজের কথা উল্লেখ করে বাকি বিয়ের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি মজা করে বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কিনা—এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’

অভিনয় ক্যারিয়ার শুরুর আগে পরীমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক মাধ্যমেও তাদের দুজনের ছবি দেখা যায়।

ইসমাইল কি তার স্বামী ছিলেন—এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, তিনি কতবার বিয়ে করতে চান। এর উত্তরে পরীমণি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা এভাবে স্টাবলিশ হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

S

বিনোদন

আরবাজ-সুরার ঘরে এলো নতুন সদস্য

Published

on

বলিউডে যেন আনন্দের আবহ। এবার সুখবর দিলেন অভিনেতা-নির্মাতা আরবাজ খান। ৫৮ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হলেন তিনি। মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে ঘর আলো করে এলো তাদের কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে বর্তমানে খুশিতে পুরো খান পরিবার।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরা খানকে। সেখানেই সুস্থভাবে জন্ম নেয় তাদের রাজকন্যা। খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

উল্লেখ্য, এটি আরবাজ খানের দ্বিতীয় সন্তান। এর আগে প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তার আরহান খান নামের এক পুত্র সন্তান রয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছিলেন আরবাজ খান এবং সুরা খান। সেই সময় তাদের বিয়ে নিয়েও বেশ আলোচনা হয়েছিল। এবার সন্তানের আগমন তাঁদের দাম্পত্য জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে গেল।

সুরা আর আরবাজের আলাপ হয়েছিল একটি সিনেমার সেটে। সেই আলাপ ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমে গড়ায়। বয়সের পার্থক্যের কথা আরবাজ নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, সুরার সঙ্গে অনেকটাই সময় কাটিয়েছেন তারা, যার ফলে একে অপরকে বুঝতে কোনো অসুবিধা হয়নি বলেই জানিয়েছিলেন এই বলিউড তারকা।

S

Continue Reading

বিনোদন

আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন : রাশমিকা

Published

on

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। যদিও কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে সে গুঞ্জনই সত্যি হল। অবশেষে বাগদান সারলেন রাশমিকা-বিজয়। শীঘ্রই বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন এই তারকা যুগল।

শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রাশমিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে অনেকে মনে করেন বিষয়টি গুজব।

তবে শনিবার বিজয় দেবেরাকোন্ডার ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয়, এটি গুজব নয়; সত্যিই বাগদান সেরেছেন তারা। গত ৩ অক্টোবর বিজয় দেবেরকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই তাদের বিয়ে হতে চলেছে।

যদিও সম্পর্কের পরিণতি নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছেন দুজনেই। রাশমিকা বা বিজয় কেউই সামাজিক মাধ্যমে এ নিয়ে কোনো পোস্ট করেননি। তবে তাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, সবকিছু খুব ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের আয়োজনও হবে আড়ম্বরপূর্ণ কিন্তু ব্যক্তিগত পরিসরে।

অনুরাগীরা যখন অধীর আগ্রহে এই জুটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণার বা বাগদানের ছবি দেখার জন্য অপেক্ষা করছে, ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় এলেন রাশমিকা। বাগদানের গুঞ্জনের পর রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম পোস্টটি করেন। তবে অনুরাগীদের সব জল্পনা কল্পনাকে এড়িয়ে গিয়ে তিনি একটি অপ্রত্যাশিত ঘোষণা করেন। ব্যক্তিগত জীবনের কোনো নতুন খবর দেওয়া বা গুজব নিশ্চিত করার বদলে, তিনি তার আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর টিজার প্রকাশ করেন।

এ সময় রাশমিকা তার পোস্টে লেখেন, ‘আমি জানি আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন এবং অবশেষে এটি আসছে ৭ই নভেম্বর, ২০২৫-এ। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় এবং মালয়ালম ভাষায়।’

এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী স্পষ্ট করে দিলেন যে তার মনোযোগ আপাতত ব্যক্তিগত জীবনের জল্পনার চেয়ে ক্যারিয়ারের দিকেই বেশি।

S

Continue Reading

বিনোদন

এবার চিনতে পেরেছেন আমি কে— কেন এমন প্রশ্ন রাখলেন আরিয়ান খান?

Published

on

বর্তমানে বেশ আলোচনায় বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সম্প্রতি মুক্তি পাওয়া তার পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-নিয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া মিলেছে। এবার এর সাফল্য নিয়ে মুখ খুলেছেন আরিয়ান; এক বিবৃতিতে সিরিজটির বিভিন্ন সংলাপ দিয়ে নিজেকে চেনানোর চেষ্টা তার।

আরিয়ান জানান, তার নিজের পরিচালিত সিরিজটির একটি চরিত্র— রজত বেদি, এই সংলাপটি বলেছিলেন। সংলাপটি হলো, ‘যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’ আরিয়ান বলেন, এই সংলাপটি তাকে সব সময় সামনে এগিয়ে যেতে উৎসাহ দেয়।

‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজটির ব্যাপক সাফল্যে আরিয়ান খান অত্যন্ত আনন্দিত। দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও প্রশংসা তিনি পেয়েছেন, তা তাকে মুগ্ধ করেছে। আরিয়ান বলেন, ‘সারা বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছি, তা অসাধারণ।’

আরিয়ান জানান, যে গল্পটি একসময় শুধু তার একার ছিল, তা আজ অসংখ্য মানুষের গল্পে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে তিনি তার সিরিজের একটি চরিত্র ‘জরজ’-এর সংলাপ তুলে ধরে বলেন, ‘এবার চিনতে পারছ আমি কে?’

তবে এই উক্তিটির মাধ্যমে আরিয়ান হয়তো বোঝাতে চেয়েছেন, তার কাজ এখন বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে এবং দর্শক তাকে একজন নির্মাতা হিসেবে নতুন করে চিনতে পারছেন।

উল্লেখ্য, কিছুদিন আগে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল, সিরিজটির একটি চরিত্রের মাধ্যমে তাকে হেয় করা হয়েছে। তবে দিল্লি হাইকোর্ট সেই মামলাটি খারিজ করে দেয়।

S

Continue Reading