Connect with us

আন্তর্জাতিক

যে কথার কারণে কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

Digital Darpan

Published

on

‘হিংসাত্মক’ কথা বলার অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন তিনি।

নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) একটি ফিলিস্তিনপন্থি বিক্ষোভে যোগ গুস্তাভো পেত্রো। সেখান গিয়ে তিনি মার্কিন সেনাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ উপেক্ষা করেন এবং মানবতার দিতে তাদের বন্দুক তাক না করেন।

তিনি তার এক্স অ্যাকাউন্টে এ বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন। এরপরই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বাতিল করার ঘোষণা দেয়। তবে কলম্বিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রেসিডেন্ট পেত্রো বিমানে দেশের পথে ছিলেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে, “শুক্রবার কলম্বিয়ার প্রেসিডেন্ট নিউইয়র্ক সিটির একটি শহরে দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করার আহ্বান ও সহিংসতায় উস্কানি দেন। এমন উস্কানিমূলক কাজের জন্য আমরা প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিল করব।”

কলম্বিয়ার প্রেসিডেন্ট তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যাচ্ছে স্প্যানিশ ভাষায় কথা বলছেন তিনি। ওই সময় তার বক্তব্য ইংরেজিতে বলে দিচ্ছিলেন আরেকজন। ফিলিস্তিনপন্থি ওই বিক্ষোভে প্রেসিডেন্ট পেত্রো বলেন, “বিশ্বের সব জাতির উদ্দেশ্যে বলছি এমন সেনাবাহিনী গঠনে ভূমিকা রাখুন যা যুক্তরাষ্ট্রের চেয়ে বড় হবে। আমি নিউইয়র্কের এই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের সব সেনাদের উদ্দেশ্যে বলছি মানবতার দিকে রাইফেল তাক করবেন না। ট্রাম্পের আদেশ অমান্য করুন! মানবতার আদেশ মান্য করুন।”

জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প প্রশাসনের ব্যাপক সমালোচনা করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর নামে বোমা হামলা চালিয়ে তরুণদের হত্যা করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

S

আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে বাড়িতে তল্লাশি, জেলেনস্কির শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

Published

on

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারম্যাক পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাতে এ ঘোষণা দেন জেলেনস্কি।

এরআগে দুর্নীতির অভিযোগে আন্দ্রি ইয়ারম্যাকের বাড়িতে তল্লাশি চালায় দেশটির দুর্নীতি বিরোধী দুটি সংস্থা।

সম্প্রতি জেলেনস্কির কাছের লোকদের অর্থআত্মসাতের ভয়াবহ তথ্য সামনে আসে। অভিযোগ রয়েছে, জেলেনস্কির কয়েকজন আস্থাভাজন ও মন্ত্রী জ্বালানি খাত থেকে ১০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। যেখানে সাধারণ মানুষ জ্বালানির জন্য দুর্ভোগ পোহাচ্ছেন, সেখানে অর্থ চুরির তথ্য ফাঁস হওয়ার পর সাধারণ মানুষ ব্যাপক ক্ষুব্ধ হন।

এই চুরির সঙ্গে আন্দ্রি ইয়ারম্যাক সরাসরি জড়িত এমন কোনো তথ্য পাওয়া না গেলেও; তার বিরুদ্ধেও অভিযোগের তীর রয়েছে। এমন পরিস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।

আন্দ্রি ইয়ারম্যাককে ইউক্রেনের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ধরা হয়। দেশটির প্রায় সবক্ষেত্রে তার প্রভাব ছিল। এছাড়া তিনি যুদ্ধ বন্ধে গঠিত ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে প্রধান আলোচক ছিলেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জ্বালানি খাতে ওই ভয়াবহ দুর্নীতি জেলেনস্কির নিজের অবস্থান নড়েবড়ে করে দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার এমন কঠিন মুহূর্তে অর্থচুরির তথ্য ফাঁস আলোচনাকে ঝুঁকিতে ফেলেছে।

আন্দ্রি ইয়ারম্যাক সরে যাওয়ায় এখন নতুন প্রধান আলোচক নিয়োগ দেবেন জেলেনস্কি।

সূত্র: বিবিসি

S

Continue Reading

আন্তর্জাতিক

ভারতীয় যুদ্ধবিমান কেনা থেকে সরে গেল আর্মেনিয়া

Published

on

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত শনিবার বিধ্বস্ত হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। দুবাইয়ে এয়ার শোতে প্রদর্শনীর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানটির পাইলট নমাংশ সিয়াল নিহত হন।

এ ঘটনার পর ভারতের থেকে তেজস যুদ্ধবিমান কেনা থেকে সরে গেছে আর্মেনিয়া। দেশটি নয়াদিল্লি থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলারে ১২টি তেজস কেনার পরিকল্পনা করছিল। এর অংশ হিসেবে ভারত সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছিল। কিন্তু এখন আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে আর্মেনিয়া।

গত বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

ভারত ১৯৮২ সাল থেকে তেজস যুদ্ধবিমান বানানো শুরু করে। দেশটির অস্ত্র আমদানি ও রপ্তানি উভয় দিকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিকল্পনা রয়েছে।

ভারতীয় বিমানবাহিনীতে থাকা মিগ-২১ যুদ্ধবিমানগুলোর জায়গায় নতুন যুদ্ধবিমান যুক্তের পরিকল্পনার অংশ হিসেবে তেজস উৎপাদন শুরু করে ভারত। কিন্তু প্রথম উৎপাদন থেকে মাত্র ৪০টি বিমান পেয়েছে দেশটির বিমানবাহিনী।

এখন এ১ নামে ৯৭টি নতুন উন্নত ভার্সনের তেজস বানানোর কাজ শুরু হচ্ছে। এই নতুন বিমানগুলোতে পশ্চিমা বিমানের আদলে তৈরি করা দেবে। এতে কারিগরি সহায়তা দেবে ইসরায়েল।

সূত্র: জেরুজালেম পোস্ট

Continue Reading

আন্তর্জাতিক

বন্যায় থাইল্যান্ড-ইন্দোনেশিয়ায় নিহত অন্তত ১১৬

Published

on

দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ওই অঞ্চলের দুই দেশ থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত অন্তত ১১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, থাইল্যান্ডে বন্যায় সহায়তাকারী বিভিন্ন দল ড্রোন ব্যবহার করে বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছে। আর হেলিকপ্টারে করে ছাদে আটকা পড়া লোকজনের কাছে নিত্যপ্রয়োজনীয় সহায়তা সরবরাহ করছে। গত কয়েক বছরের ভয়াবহ এই বন্যায় দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ের পর সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬১ জনে পৌঁছেছে।

থাই সরকার বলেছে, টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিতে দক্ষিণাঞ্চলের ৯টি প্রদেশ বিপর্যস্ত হয়েছে; যেখানে ৫৫ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে উদ্ধারকর্মীরা তিনটি প্রদেশে ভূমিধস ও বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনের কাছে পৌঁছানোর জন্য ব্যাপক লড়াই করছেন।

থাইল্যান্ড উদ্ধার প্রচেষ্টায় গতি আনতে ইতোমধ্যে নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী, ২০টি হেলিকপ্টার ও খাবার, ওষুধ ও ছোট নৌকাসহ ট্রাকের বহর মোতায়েন করেছে। পানি সাত ফুট পর্যন্ত উঠায় কয়েক দিন ধরে আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছাতে নৌকা সহায়তা চেয়ে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডের হাট ইয়াই শহরে পানি নামতে শুরু করেছে বৃহস্পতিবার। এর ফলে যোগাযোগ পুনঃস্থাপন সহজ ও জরুরি সেবাগুলো ফের চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

দক্ষিণ থাইল্যান্ডে প্রায় ৩০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া আরও হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। প্রতিবেশী মালয়েশিয়ার সাতটি অঙ্গরাজ্যেও একই ধরনের বন্যা দেখা দিয়েছে। এতে দেশটিতে অন্তত দু’জন নিহত ও ৩৪ হাজারেরও বেশি মানুষ আশ্রয় শিবিরে যেতে বাধ্য হয়েছেন।

এদিকে, ৬ কোটি মানুষের দ্বীপ সুমাত্রায় এক ট্রপিক্যাল সাইক্লোনের আঘাতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়েছে। সেখানে কমপক্ষে ১০০ জন নিখোঁজ রয়েছেন। বিদ্যুৎ বিভ্রাট ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল কমপাস টিভির ফুটেজে দেখা গেছে, ভূমিধসে পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছে। প্রায় সাড়ে ৩ ফুট উচ্চতার পানির স্রোত গাছের ডাল ও ধ্বংসাবশেষ টেনে নিয়ে ছুটে চলেছে।

দেশটির উদ্ধারকারী বিভিন্ন সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোত ও বৃষ্টির মাঝেও লোকজনকে কমলা রঙের রাবারের নৌকায় তোলা হচ্ছে। পশ্চিম সুমাত্রা থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা মৃতদেহ বহন করছেন এবং বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে গাড়ির স্তূপ তৈরি হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বর্তমান চরম বৈরী আবহাওয়া ফিলিপাইনের টাইফুন কোটো ও মালাক্কা প্রণালিতে অস্বাভাবিকভাবে সৃষ্টি হওয়া সাইক্লোন সেনইয়ারের সক্রিয় সিস্টেমের পারস্পরিক প্রভাবের কারণে হতে পারে।

সূত্র: রয়টার্স।

S

Continue Reading