বিনোদন
প্রেমের নামে দিনের পর দিন নির্যাতন, নৃত্যশিল্পীর মুখোশ খুললেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
Published
2 weeks agoon
কলকাতার এক নৃত্যশিল্পীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন টালিউড অভিনেত্রী নয়না গাঙ্গুলি। তার অভিযোগ, সেই প্রেমের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার তিনি। বিষয়টি নিয়ে তিন বছর চুপ থাকার পর সম্প্রতি সামাজিক মাধ্যমে ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেন। জানান, আর নীরব থাকবেন না অভিনেত্রী।
এক পোস্টে নয়না জানান, ‘কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি কোনো মাধ্যমে সেভাবে আর কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে।’
অভিনেত্রী লেখেন, ‘কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালোবাসার সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার তার নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।’
অভিযুক্ত প্রেমিকের সঙ্গে নয়না তিন বছর ধরে সম্পর্কে ছিলেন বলেও জানান। অভিনেত্রীকে ছাড়াও সে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এমনকি তার সঙ্গে লিভ ইন ও চলে। সেই কথা অভিনেত্রী জানতে পেরে যাওয়ায় অভিযুক্ত সেই অভিযোগ পুরোপুরি নাকচ করে দেয়।
এদিকে নয়নার অভিযোগের ভিত্তিতে কলকাতার পাটুলি থানা টুবান চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। সোমবার তাকে আদালতে তোলা হয়।
S
You may like
-
বিচ্ছেদের পর হাঁটুর বয়সী মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!
-
বিরল রোগে আক্রান্ত, দোয়া চাইলেন অর্চিতা স্পর্শিয়া
-
ছবি শেয়ার করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া
-
এখনো আমার মা অপেক্ষা করে : চঞ্চল চৌধুরী
-
আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন : রাশমিকা
-
‘সোলজার’ সিনেমায় শাকিব খানের চরিত্র নিয়ে মুখ খুললেন নির্মাতা
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডের বডিবিল্ডার ও অভিনেতা ভারিন্দার সিং ঘুমান। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় অমৃতসরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর, এবং তিনি সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, গত বৃহস্পতিবার বিকেলে ভারিন্দার গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে অমৃতসরের ফোর্টিস হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। হাসপাতালের একজন জ্যেষ্ঠ চিকিৎসক এই তথ্য নিশ্চিত করেছেন।
পাঞ্জাবি বিনোদন জগতের পরিচিত মুখ ছিলেন ভারিন্দার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও সংসদ সদস্য সুখজিন্দর সিং রণধাওয়া। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে বলেন, ‘ভারিন্দার তার কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে বিশ্বজুড়ে পাঞ্জাবের নাম উজ্জ্বল করেছেন।’
ভারিন্দার সিং ঘুমান একজন পেশাদার বডিবিল্ডার হিসেবেও সুপরিচিত ছিলেন। তিনি ২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতা জিতেছিলেন এবং ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। একজন নিবেদিত নিরামিষভোজী (ভেজিটেবিয়ান) হিসেবে কঠোর শৃঙ্খলা মেনে শরীরচর্চা করতেন বলে জানা যায়।
অভিনেতা হিসেবে ২০১২ সালে পাঞ্জাবি ছবি ‘কাবাডি ওয়ান্স মোর’ দিয়ে ভারিন্দারের অভিষেক হয়। বলিউডে সালমান খানের ‘টাইগার থ্রি’ ছাড়াও তিনি ২০১৪ সালের ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ছবিতেও অভিনয় করেছেন।
ভেঙেই গেল ব্রিটিশ গায়িকা অ্যাডেলের এক দশকের পুরনো রেকর্ড! তার ২০১৫ সালের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামের প্রথম সপ্তাহের সর্বোচ্চ বিক্রির রেকর্ড ভেঙে দিলেন মার্কিন পপ তারকা টেলর সুইফট; এই শিল্পীর নতুন ১২তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মাত্র পাঁচ দিনেই ৩৫ লাখ কপির বেশি বিক্রি হয়েছে।
২০১৫ সালের নভেম্বরে প্রকাশিত অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ৩৪ লাখের বেশি কপি। গত ১০ বছরে কোনো শিল্পীই এই মাইলফলক অতিক্রম করতে পারেননি। তবে গত ৩ অক্টোবর প্রকাশ হওয়া টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ ফিজিক্যাল কপি ও স্ট্রিমিং মিলিয়ে মাত্র পাঁচ দিনেই ৩৫ লাখের বেশি বিক্রি হয়ে অ্যাডেলের রেকর্ডটি ভেঙে দেয়।
যেহেতু অ্যালবামটির প্রথম সপ্তাহ পূর্ণ হতে আরও দুদিন বাকি, তাই ধারণা করা হচ্ছে বিক্রির সংখ্যা আরও বাড়বে। এর আগে ২০২৪ সালে সুইফটের ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি এক সপ্তাহে ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল, যা থেকে বোঝা যায় তার সাম্প্রতিক অ্যালবামটি ভক্তদের মধ্যে আরও বেশি উন্মাদনা সৃষ্টি করেছে।
রেকর্ড-ভাঙা সাফল্যের পাশাপাশি ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সমালোচনায় বিচলিত নন টেলর সুইফট। বলেছেন, ‘যেকোনো ধরনের আলোচনাকে আমি স্বাগত জানাই। যারা শিল্প সম্পর্কে গঠনমূলক সমালোচনা করেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে।’
বিনোদন
বিচ্ছেদের পর হাঁটুর বয়সী মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!
Published
1 day agoon
অক্টোবর ১০, ২০২৫দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে একসঙ্গে দেখা গেল ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং মডেল মাহিকা শর্মাকে। বৃহস্পতিবার রাতে এই তারকা জুটিকে মুম্বাই বিমানবন্দরে দেখা মেলে; যা তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো করে।
এ সময় একই গাড়িতে আসা এবং বিমানবন্দরে মাহিকাকে আগলে রাখার দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, হার্দিক হয়তো এভাবেই তারা তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন।
হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট ও বিনোদন মহলে কানাঘুষা চলছিল। এদিন তারা মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। বিমানবন্দরে ওঠার আগ পর্যন্ত হার্দিক তার চেয়ে ২৪ বছরের ছোট এই মডেল প্রেমিকার প্রতি বেশ যত্নশীল ছিলেন বলে জানা যায়।
গত কয়েক মাস ধরে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ছিল চর্চা। ২০২৪ সালে তিনি স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে দুজনই এক যৌথ বিবৃতিতে জানান, পারস্পরিক সম্মতিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের একমাত্র ছেলে, আগাস্ত্যকে দুজনে মিলে লালন-পালন করছেন।
নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের নাম প্রথমে জুড়েছিল মডেল জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। সে সময় তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গেলেও, পরে জানা যায় সেই সম্পর্কও নাকি ভেঙে গেছে। এর পর থেকেই নতুন করে হার্দিকের নাম জড়াচ্ছে মডেল মাহিকা শর্মার সঙ্গে।
এর আগেও মাহিকাকে হার্দিকের খেলা থাকাকালীন মাঠে দেখা গেছে এবং তাকে সমর্থন করতেও দেখা গেছে। যদিও তারা কেউই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি বা একসাথে জনসম্মুখে আসেননি। এবার বিমানবন্দরে তাদের এভাবে একসঙ্গে দেখায় হার্দিক-মাহিকার বাগদান বা বিয়ের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
S